চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, ১৪ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সুজন বেপারী,মীরকাদিম ডেস্কঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের সড়ক রিকাবী বাজার ছোট একটি ঝুঁকিপূর্ণ ভাঙা সেতু ব্রিজ পারাপার হতে হচ্ছে পতিদিনে হাজারো স্থানীয় গণমানুষের যাতায়াত ও নির্মিত সেতু ব্রিজের মাঝ বরাবর ভেঙে একটা অংশ দেবে গেছে এবং ব্রিজটি যেকোনো সময় খনাখান্ড হয়ে দুর্ঘটনার আশঙ্কা হতে পারে বলে জানান মীরকাদিম পৌর-এলাকাবাসী মঙ্গলবার-১৪ইএপ্রিল সরজমিনে দেখা যায় – রিকাবী বাজার বর্ন্যালী স্যাটেলাইট ভবনের সড়ক পাশে একটি ছোট ঝুঁকিপূর্ণ ভাঙা সেতু ব্রিজের ওপর দিয়ে পতিদিন পারাপার হয় হাজারো গণমানুষ ও চলাচল, এবং বিকল্প না থাকায় বাধ্য হয়ে পারাপার হতে হচ্ছে বিভিন্ন এলাকার নানাধরনের মানুষের ঝুঁকি।এমনকি প্রতিদিন চলাচলকারী যানবাহনগুলোও চলাচলের বাধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার। চলছে সিএনজিচালিত অটোরিকশাও মানুষের চলাচলের ঢল যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।এই বিষয়ে এলাকার স্থানীয় পৌরবাসী অভিযোগ করে জানান- মেয়রের নজর না থাকায় ও সংস্থার না করায় পতিদিনে হাজারো গণমানুষের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়,তাই সেতুটি দূরুত সংস্থারের আহবান দৃষ্টি আকর্ষণ জানাই পৌর মেয়রের স্থানীয়বাসী।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম