সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ ইং , ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরী

রেললাইনে জন্ম নবজাতককে কুকুরের মুখ থেকে বাঁ’চালো পু’লিশ

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ১ ফেব্রুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

চট্টগ্রামের দেওয়ান হাট রেললাইনের পাশে জন্ম নেয়া এক নবজাতককে কুকুরের মুখ থেকে ছিনিয়ে নিয়ে প্রা*ণে বাঁ’চালো ডবলমুরিং থা*না পু’লিশ। জন্ম’দাত্রী মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সদ্যজাত শি’শুটি কুকুরের পেটে যাওয়ার উপক্রম হয়েছিল। এমনকি অ’তিরিক্ত র’ক্তক্ষরণে মূমুর্ষূ অবস্থায় র’ক্ত দিয়ে সুস্থ করেছে আরেক পু’লিশ কনস্টেবল।

পু’লিশ জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেওয়ানহাট রেললাইনের কাছে নবজাতকটিকে পাওয়া যায়। মা সহ শি’শুটিকে উ’দ্ধার করে এসআই আলাউদ্দিন হাসপাতালে নিয়ে যান।

এসআই আলাউদ্দিন জানান, স্থানীয় এক ছেলে এসে জানায় দেওয়ানহাট রেলওয়ে ডকের পাশে একটা বা`চ্চা পড়ে আছে। টহল টিম দ্রুত গিয়ে দেখতে পায়, রেললাইনের পাশে একটা বা`চ্চা নিচু স্বরে কা’ন্না করছে। সারা শরীরে র’ক্তমাখা ছিল। দূরে একটা মহিলা শুয়ে আছে। দেখলাম মানসিক সমস্যা আছে। এসময় রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিল আরেক মহিলা। পু’লিশের অনুরোধে ওই মহিলা কাপড় সংগ্রহ করে শি’শুটিকে পেঁচিয়ে নিলেন। র’ক্তাক্ত মহিলা’টিকে এবং তার ছেলেকে পু’লিশের গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকটি কুকুর শি’শুটির পাশে ঘুরছিল খাবার মনে করে।মা ও শি’শুটি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মা ও শি’শু হাসপাতালের গাইনি ওয়ার্ডের ৫০ নম্বর বেডে চিকিৎসাধীন। শি’শুটিকে একই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সম্ভাব্য ভোর ৫টার দিকে শি’শুটির জন্ম হয়েছে। শীতের মধ্যে প্রায় চার ঘণ্টা খোলা আকাশের নিচে থাকায় তার বুকে ঠাণ্ডা লেগেছে। এজন্য তাকে আইসিইউতে রাখা হয়েছে। প্রচুর র’ক্তক্ষরণ হওয়ায় মায়ের শরীর খুবই দুর্বল ছিল। চিকিৎসকের পরাম’র্শে ডবলমুরিং থা*নার এএসআই মেহেদি তাকে র’ক্ত দিয়েছেন। এছাড়া ওষুধ-ইনজেকশনসহ আনুষঙ্গিক খরচও ডবলমুরিং থা*না দিচ্ছে।ডবলমুরিং থা*নার পরিদর্শক (ত’দন্ত) মো. জহির হোসেন জানিয়েছেন, শি’শুটি সুস্থ হওয়ার পর আ’দালতের মাধ্যমে অ’ভিভাবকের ব্যবস্থা করা হবে। এর আগ পর্যন্ত যত সাপোর্ট দরকার, সব পু’লিশ দিবে।

এসআই আলাউদ্দিন জানান, পু’লিশ যখন বা`চ্চাটিকে উ’দ্ধারের জন্য যাইয়, ৫-৬ টা কুকুর আশপাশে ঘোরাফেরা করছিল। কিছু সময় পেলে হয়তো শি’শুটি কুকুরের খাবারে পরিণত হত।২০১৯ সালের ২০ আগস্ট নগরীর ডবলমুরিং থা*নার আগ্রাবাদ বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনে থেকে এক নবজাতককে উ’দ্ধার করেন ওই থা*নার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2024
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত শিরোনাম বালুচর  ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা শিরোনাম সিরাজদিখানে বাড়ির উঠান থেকে মটর সাইকেল চুরি শিরোনাম সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
error: Content is protected !!