সোমবার ৬ই মে, ২০২৪ ইং , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরী

শ্রীনগরে অসহায় পরিবারকে উচ্ছেদের পায়তারা

 প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ২৭ অক্টোবর, ২০২০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে আপন বোনের পরিবারকে উচ্ছেদের ষরযন্ত্রে ভাই ও ভাতিজীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার আটপাড়া এলাকার বেলতলী গ্রামে অসহায় পরিবারটির ওপর হামলার ঘটনা ঘটেছে। ভূক্তভোগী পরিবারটি শ্রীনগর থানায় আপন ছোট ভাই তার স্ত্রী ও ভাতিজীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেলতলী গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে হামিদুল শেখ (৩২), তার স্ত্রী সোমা আক্তার (২৩) ও ভাতিজী ফারজানা ইমরোজ আন্নি (২৪) আছমা বেগমকে পরিবারসহ উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। এনিয়ে গত ২৫ তারিখে রোববার বিকালে হামিদুলের স্ত্রী সোমা ও ভাতিজী আন্নি আছমা বেগম ও তার বড় মেয়ে রোমানা জেরিন (২১) কে মারপিট করে আহত করে। জানাযায়, এর আগে বিধবা আছমা বেগমকে তার বাবা বেলতলী মৌজায় লিজকৃত ৪০ শতাংশ জমির ৭ শতাংশ জমি মেয়ে আসমা বেগমের নামে হস্তান্তর করে যান। সেই সুবাধে বাবার দেয়া জায়গায় আছমা বেগম ঘর উঠিয়ে ২ কন্যা সন্তান নিয়ে বসবাস করছেন। অথচ তার ছোট ভাই হামিদুলের ষরযন্ত্রের স্বীকার বোনের পরিবারটি এখন মানবেত জীবনযাপন করছে। নাম প্রকাশে অনিচ্ছিুক একটি সূত্র জানায়, হামিদুল ও তার ভাতিজী আন্নি এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। আন্নির এর আগে দুইটি বিয়ে হলেও মাদকসেবনের কারণে তার সংসার ভাঙে।
ভূক্তভোগী আছমা বেগম বলেন, বাবার লিজকৃত ৭ শতাংশ জমির মাত্র ৪ শতাংশ জমিতে ছোট্র একটি ঘর তুলে কলেজ পড়–য়া দুই মেয়েকে নিয়ে থাকছি। বেশ কিছুদিন যাবত হামিদুল আমাকে এখান থেকে উচ্ছেদের পায়তারা করছে। ওই দিন হামিদুরের কারসাজিতে তার স্ত্রী সোমা ও ভাতিজী আন্নি ঘরে এসে আমাদের ওপর হামলা করে। বড় মেয়েসহ আমি আহত হই। উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। অভিযুক্ত হামিদুলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামরঅর সময় আমি বাড়িতে ছিলাম না। তার বিরুদ্ধে বোনকে উচ্ছেদের অভিযোগটি সত্য নয়। তিনি দাবী করেন, তার বোনের সাথে তার টাকা পয়সার লেনদেন আছে। হামিদুলের স্ত্রী সোমা উল্টো অভিযোগ করে বলেন, আছমা বেগমই তাকে ও আন্নিকে মারধর করেছে। এ সময় তার কাছে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ের নেয় আসছমা বেগম। এতোগুলো টাকার ছিনিয়ে নেয়ার ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখি কিছু করতে পারি কিনা। এবিষয়ে অভিযুক্ত ফারজানা ইমরোজ আন্নির সাথে যোগাযোগের চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি। আটপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার হোসেন জানান, হামলার ঘটনাটি তিনি লোক মুখে শুনেছেন। হামিদুলের স্ত্রী সোমা ও তার ভাতিজী আন্নি কাজটি অন্যায় করেছে।এ ব্যাপরে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই মো. খলিল জানান, অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

সোমবার ৬ই মে, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

May 2024
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

শিরোনাম

শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত শিরোনাম বালুচর  ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা শিরোনাম সিরাজদিখানে বাড়ির উঠান থেকে মটর সাইকেল চুরি শিরোনাম সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
error: Content is protected !!