চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
মোঃ সুজন বেপারী,মীরকাদিম ডেস্কঃ ‘বর্তমানে আতঙ্কের নাম করোনাভাইরাস – করোনা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলুন।’মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবী বাজারসড়কের পাশে ২নং ওয়ার্ড উঃকালিন্দীপাড়া এলাকারবাসীর উদ্দ্যোগে বিভিন্ন পাড়া মহল্লা করোন পতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে মানুষের সচেতনতায় ‘লকডাউন’ করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, মীরকাদিম পৌরসভা’র রিকাবী বাজার বিভিন্ন এলাকার সড়কসহ পাড়া মহল্লায় এলাকাবাসী রাস্তায় বাশ পুতে ব্যারিকেড দিয়ে লকডউন করেছে। যাতে কোন যানবাহন আসা যাওয়া করতে না পারে। আবার কোন কোন এলাকায় প্রবেশ পথে হাত পরিস্কারের জন্য তারা নিজ উদ্যোগে হ্যান্ড স্যানেটাইজারের ব্যবস্থা করেছেন। এলাকাবাসী বলছে তারা সু রক্ষিত থাকতেই নিজ উদ্দ্যোগে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান তারা। তবে আবার অভিযোগ রয়েছে, মীরকাদিম পৌরসভা’র বিভিন্ন এলাকায় বাশ দিয়ে ব্যারিকড দিয়ে এলাকা লকডাউন করে বিকালে ও রাতে দোকান খুলে এলাকায় কেনা বেচাসহ মানুষ ভীর জমায়। এতে করে করোনার ঝুঁকি রয়েছে বলে মনে করছে স্থানীয়রা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম