শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ ইং , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরী

সিরাজদিখানে উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে এজেন্ট ব্যাংকিং দিবস পালন

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠদান বন্ধ রেখে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং দিবস ২০২০ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে দুপুর ১ টা পর্যন্ত এ দিবস পালন করা হয়। সরোজমিনে দেখা যায়, সকাল থেকে বিদ্যালয়ের প্রায় আড়াইশত ছাত্র-ছাত্রী অনুষ্ঠানের অপেক্ষায় শ্রেণি কক্ষের বাহিরে মাঠে অনুষ্ঠানে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। দুপুর পর্যন্ত খাবারের জন্য সকল ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের মাঠে বসিয়ে রাখা হয়। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ অনুষ্ঠানের খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করতে দেখাগেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ৬ষ্ঠ বার্ষিকী ও এজেন্ট ব্যাংকিং দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও জৈনসার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু ও প্রধান শিক্ষক শেখ আমীন। ব্যাংক এশিয়া গত ২০১৪ সালে ১৭ জানুয়ারীতে প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ভবানীপুর বাজার এজেন্ট মো. ইসলাম শেখ, তিনি বিদ্যালয়ের সভাপতির কাছের লোক হওয়া ছাত্র-ছাত্রীদের বাধ্য করে বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করে এ অনুষ্ঠান করেছেন। বিদ্যালয় সভাপতি রফিকুল ইসলাম দুদুর নিজ স্বার্থে এ অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন বলেন, এ অনুমতি সভাপতি সাহেব দিয়েছে। আসলে বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হওয়ায় সভাপতির স্বীদ্ধান্তেই স্কুল চলে। বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম দুদু জানান, স্কুলের ছাত্র-ছাত্রীর একাউন্ট থাকায় স্কুলের স¦ার্থে অনুমতি দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ জানান, এ বিদ্যালয় ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত। সকল দায়-দ্বায়িত্ব কমিটির।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2024
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত শিরোনাম বালুচর  ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা শিরোনাম সিরাজদিখানে বাড়ির উঠান থেকে মটর সাইকেল চুরি শিরোনাম সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
error: Content is protected !!