শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ ইং , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরী

আধিপত্য বিস্তার নিয়ে সিরাজদিখানে সংঘর্ষে ৭ জন টেঁটাবিদ্ধসহ আহত ১০

 প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

আধিপত্য বিস্তার নিয়ে
সিরাজদিখানে সংঘর্ষে ৭ জন টেঁটাবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুথগ্রুপের সংঘর্ষ হয়েছে । এত উভয়পক্ষের অন্তত ৭ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন । গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানা যায়, নতুন ভাষানচর এলাকার মীর বংশ ও বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীঘদিনের । সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সময় মোক্তার ,হাবিবুল্লাহ,আলমগীর মীর,ওমর ফারক,রমজান বেপারীসহ উভয় পক্ষের ৭ জন টেটাবিদ্ধসহ ১০ জন আহত হয় । টেটাবিদ্ধ আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে । বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

মীর বংশের রুকুল মীর বলেন, ‘গত নির্বাচনে বেপারী বংশের আনোয়ার হোসেন মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকেই বেপারীরা বিভিন্ন ভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে । আজ আমাদের ৪ জনকে টেটাবিদ্ধ করেছে ।থ

অভিযোগ অস্বীকার করে বেপারী বংশের আনিছ বেপারী বলেন,‘আজ সন্ধ্যায় রুকুল মীর নিজে নেতৃত্ব দিয়ে আমাদের লোকজনের উপর অর্তকিত হামলা চালায় । বর্তমানে আমাদের ৪ থেকে ৫ জন টেটাবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে । থ

লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘দুই বংশের বিরোধ অনেক পুরনো এর পূর্বেও আমি তাদের বিরোধের সমাধানের চেষ্টা করেছি । আজ দুথপক্ষের ৭ জন টেটাবিদ্ধ হয়েছে । থ

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,‘ বেশ কয়েকজন টেটাবিদ্ধ আছে তবে আমি নিজেও এখন ঘটনাস্থলে আছি পরিস্থিতি এখন শান্ত আছে ।থএলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2024
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

শিরোনাম

শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত শিরোনাম বালুচর  ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা শিরোনাম সিরাজদিখানে বাড়ির উঠান থেকে মটর সাইকেল চুরি শিরোনাম সিরাজদিখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
error: Content is protected !!