December 23, 2025, 7:14 am
শিরোনাম :
পুলিশের চাকরি এত সহজ না। গভীর রাতে সিরাজগঞ্জে প্রতিদিন সকালে চুরি করতে আসে দিনাজপুর শহরের বোচাগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ এ যেন সিনেমার গল্প যেই পথে প্রে/মিকাকে নিতে বরযাত্রী আসলো। সেই পথেই প্রে/মিকের লা/শ দা/ফ/ন করতে নিয়ে গেল। ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় এনামুল হক নামের জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক।🙂 দিনাজপুর জিআরপি থানার বিশেষ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাদক সেবনকারিকে ৩ মাসের সাজা প্রদান বগুড়া শাজাহানপুরে ডেভিল হান্ট ফেজ ২ অভিযানে ইজহারুল গ্রেফতার দিনাজপুর-০২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এনসিপি’র ইসমাইল হোসেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার, রংপুর মহোদয়”।
ফেসবুকে আমরা

আসন্ন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ের প্রতিনিধি ও নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা আসন্ন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার #জনাব_মোঃ_জেদান_আল_মুসা_পিপিএম মহোদয়। সভায় দিনাজপুর জেলার বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধি ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতা সংক্রান্ত বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, জেলার প্রতিটি গির্জা ও চার্চে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে বড়দিন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হতে পারে। এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বদা সজাগ ও তৎপর থাকবে। একই সঙ্গে তিনি সকলকে পারস্পরিক সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলার বড়দিন উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।