স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি(রাজনৈতিক) মাহবুব হোসেনের উদ্যোগে সর্বস্তরের জনগণের মাঝে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার মিরকাদিম পৌরসভাস্থ জামিয়া ইসলামিয়া দারুল উলুম রিকাবী বাজার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আজহার উদ্দিন, বাংলাদেশ পোষ্ট ও কালবেলার জেলা প্রতিনিধি ও অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন মুন্সীগঞ্জ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, দৈনিক আলোকিত সকালের মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি মোঃ সুজন বেপারী, পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সর্দার সালাউদ্দিন মিন্টু, মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। মাদ্রাসার প্রিন্সিপাল বাদ আছর অতিরিক্ত আইজিপি’র মঙ্গল কামনা ও তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
Post Views:
৬১৪