মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (রাজনৈতিক) মাহবুব হোসেন এর পক্ষ থেকে মুন্সীগঞ্জের লক ডাউন এলাকার মাঠপাড়ায় বুধবার বিকেল ৩টার দিকে বিনামূল্যে স্ক্যাবো ৬ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। লক ডাউন এলাকায় কর্তব্যরত প্রশাসনের সদস্য, রেডক্রিসেন্ট ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে ঔষুধ ও লিফলেট বিতরণ করা হয়।
স্ক্যাবো ৬ ট্যাবলেটটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে এ ঔষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পৃথিবীতে করোনা মহামারীর কোন ভ্যাকসিন বা টিকা আবিস্কৃত না হওয়ায় মানুষের রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাই হচ্ছে একমাত্র প্রতিষেধক। এমন পরিস্থিতিতে মুন্সীগঞ্জের মানুষ যেন সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারেন এবং করোনা থেকে রক্ষা পান সেই লক্ষে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন এ ঔষুধ বিতরণের ব্যবস্থা করেন।
ঔষুধ বিতরণকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান টিপু, বাংলাদেশ পোষ্টের জেলা প্রতিনিধি মোঃ রুবেল, দৈনিক আলোকিত সকালের মুন্সীগঞ্জ সদরের প্রতিনিধি মোঃ সুজন বেপারী, দৈনিক দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ মিনহাজুল ইসলাম, সংবাদকর্মী মোঃ সুজন ঢালী, উপ-আইন বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন রাফিউর রহমান রাকিব, লকডাউন এলাকার পঞ্চায়েত কমিটির সদস্য, বিজিবি সদস্য, পুলিশ প্রশাসন ও রেড ক্রিসেন্ট সদস্য।
অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, আমি যেই স্কুলে পড়েছি তা মুন্সীগঞ্জে নিরীহ মানুষের ঘামে গড়া। আমি তাদের কাছে ঋণী। অতএব, আমার সামাজিক দায়বদ্ধতা থেকে যতদিন এই মহামারী করোনা ভাইরাস থাকবে ততদিন আমার পক্ষ থেকে বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
Post Views:
৫৭৭