বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন এর মা বাবার কবর জিয়ারত করলেন মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবদুল বাতেন। বৃহস্পতিবার ২১মে, বাদ আসর মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর কররস্হানে অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন এর বাবা মায়ের কররের পাশে দারিয়ে তিনি তাদের আত্মার মকফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় মো. আবদুল বাতেন এর সাথে মোনাজাত করেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ও মো. সুজন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. শমীম হাওলাদার সহ স্হানীয় ওলামায়ে কেরাম গন ও গন্য মান্য ব্যক্তি বর্গ।
জিয়াতর শেষে মো. আবদুল বাতেন বলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার পরিবারের জন্য আমি মহান রাব্বুল আল-আমিন দোয়া প্রান ভরে দোয়া করেছি এবং ওনার পিতা -মাতাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই কামনাই করি এবং তিনি সহ তার পরিবারের সকল সদস্যের দির্ঘায়ু ও সুস্হতা কামনা করছি
Post Views:
৬৫৭