মুন্সীগঞ্জ সদর মিরকাদিম পৌরসভার লঞ্চঘাট টার্মিনাল ঘাটে ২৬শে গতকাল শনিবার সন্ধ্যায় শিশু টি ঘুরাঘুরির সময় স্থানীয় সফিকের চোখে পরলে শিশুটি কে বাসায় নিয়ে আসেন। আট বছরের শিশু সাকিব কে পাওয়ার পর সাংবাদিক মো. সুজন বেপারীকে জানানোর পর সামাজিক গণমাধ্যমে একটি অনলাইন পোর্টাল পত্রিকায় আলোকিত সংবাদ প্রকাশিত সন্ধানে খুঁজে পেলেন সাকিবের পরিবার।হারিয়ে যাওয়া সাকিবের পিতার নাম, আনোয়ার মিয়া বলেন, মাদ্রাসায় আমার বাচ্চা কে বৃহস্পতিবার সকাল ৮টায় দিয়ে আসলে রাত ৮ টায় নিয়ে আসি, কিন্তু আমি রাত ৮ টায় আমার বাচ্চাকে নিয়ে আনতে গেলে দেখতে গিয়ে দেখি হটাৎ আমার বাচ্চা মাদ্রাসায় নেই, তবে আলোকিত সংবাদ অনলাইন পোর্টালের নিউজের প্রকাশিত গণমাধ্যমে আমি খুঁজে পেয়ে জানাই ধন্যবাদ।
আট বছরের শিশুটির নাম সাকিব আল হাসান, পিতার নাম, আনোয়ার মিয়া, জেলা চাঁদপুর, থানা, ফরিদগঞ্জ।
Post Views:
৫৩৬