» Munshiganj » আল্লামা শফীর ইন্তেকালে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসন এর শোক প্রকাশ
আল্লামা শফীর ইন্তেকালে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসন এর শোক প্রকাশ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর, ২০২০
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজনৈতিক পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসন।গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন অতিরিক্ত আইজিপি মাহবুব হোসন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, শতবর্ষী আল্লামা শাহ আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।