চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ৪ জুন, ২০২০
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফীর সঙ্গে একান্ত সাক্ষাত করেছেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) মাহবুব হোসেন। মঙ্গলবার (২ জুন) বিকালে আসর নামাজের পর তিনি হাটহাজারী মাদরাসায় হেফাজত আমিরের কার্যালয়ে যান। বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন হেফাজতে ইসলামের যুগ্ন-মহাসচিব মঈনুদ্দিন রুহী। প্রায় ঘণ্টাখানেক হেফাজত আমিরের সঙ্গে একান্ত বৈঠক করেন বলে তিনি জানান। এ সময় বৈঠকে ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা আলতাফ হোসেন, হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী ও হেফাজত আমিরের একান্ত ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলমসহ হেফাজতে ইসলামের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। বৈঠকের ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান। এছাড়া চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হকও মুঠোফোনে প্রতিবেদককে বলেন, অতিরিক্ত আইজিপি স্যার হেফাজত আমিরের সাথে সাক্ষাত করতে আসবেন বিষয়টাও আমরা জানতাম। বৈঠক নয়, এটি সৌজন্য সাক্ষাৎ এমনটা দাবি করে হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী নিউজনাউকে জানান, অতিরিক্ত আইজি মাহবুব হোসেন হুজুরের (আল্লামা শাহ্ আহমদ শফী) কাছ থেকে দোয়া নিতে এসেছেন। এ সময় তিনি হুজুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এছাড়া মাস দশেক আগে তিনি পদোন্নতি পেয়ে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হয়েছেন। পদোন্নতির পরপর তিনি হুজুরের সাথে সাক্ষাত করতে পারেন নি। তাই মঙ্গলবার তিনি হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। এটি তার নতুন কোন সফর নয়, এর আগেও তিনি হুজুরের সাথে দেখা করতে মাদরাসায় এসেছিলেন বলে তিনি জানান। এদিকে আল্লামা শফির সাথে সাক্ষাৎ শেষে তিনি (অতিরিক্ত আইজিপি) হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর কার্যালয়ে যান। সেখানে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাঁরও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন তাঁর সফর সঙ্গীদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন বলে জানা গেছে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম