ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ১৭ এপ্রিল, ২০২২
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২২ উপলক্ষে“ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৭ এপ্রিল ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আজগর হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিন হাওলাদার, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু,লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।