চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, ৭ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সিরাজদিখান উপজেলার প্রতিটি ইউনিয়নে হত দরীদ্র কার্ড ধারিদের ১০ টাকা কেজিতে মাসিক ৩০ কেজি করে চাউল দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মালখানগর ইউনিয়নের আনোয়ার ট্রেডার্স তালতলা বাজার থেকে ১৭৩ জনকে এ চাউল দিয়েছেন। আগামী রবিবার আরো ১৪৯ জনকে দেওয়া হবে এ ডিলারের মাধ্যমে। এছাড়া আরো এক ডিলার কাঞ্চন ৩২২ জনকে প্রতি মাসে এ চাউল দিচ্ছেন। এ ইউনিয়নে মোট ৬৪৪ জন হত-দরীদ্র কার্ড ধারীকে প্রতিমাসে দেওয়া হয় প্রায় ২০ টন চাউল। গতকাল চাল বিতরণ কালে দেড় শতাধিক হত-দরীদ্র পুরুষ-মহিলারা আগে চাউল নেওয়ার জন্য কোন নিয়ম মানছিলেন না। করোনা নিয়ে তাদের কোন সচেতণা দেখা যায়নি। ডিলারের পক্ষ থেকে লাল বৃত্ত মার্কিনে দাড়াতে বললেও তারা শুনছেন না। পরে আনোয়ার ট্রেডার্সের মোকাজ্জল ও বাবু সবাইকে বুঝিয়ে লাইনে লাল বৃত্তে দার করিয়ে একের পর একজনকে সুশৃঙ্খল ভাবে চাউল বিতরণ করেন। আনোয়ার ট্রেডার্সের স্বত্তাধীকারি আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রীর হত-দরীদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজিতে ৩০ কেজি করে চাউল প্রতিটি পরিবারকে মাসিক দেওয়া হয়। সকাল ৮ টা থেকে বিতরণ শুরু করা হয়। কিন্তু করোনা ঝুকিতে তাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে এক ঘন্টা দেরী হয়। অনেকে মাস্ক ব্যবহারও করেনি। পুলিশই কন্ট্রোল করতে পারছে না, আমাদের পক্ষে কতটুকু সম্ভব।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম