চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ২৯ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি : করোনার কারণে ধান কাটার জন্য শ্রমিক সংকট মোকাবেলায় এবং সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তোলার লক্ষ্যে সিরাজদিখান উপজেলায় সরকারি ৫০% ভর্তুকি মূল্যে ৩ জন কৃষকের মাঝে ২ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ও কৃষি কর্মকর্তা সুভোধ চন্দ্র রায় ২ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপারের চাবি ৩ জন কৃষকের হাতে তোলে দেন । ১ টি কম্বাইন হারভেস্টার পেলেন শেখরনগর ইউনিয়নের শেখরনগর গ্রামের কৃষক মো.একরাম শেখ(৪৫) ও ১ টি কম্বাইন হারভেস্টার পেলেন মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামের কৃষক সঞ্জীব দাস(৪০) ও ১ টি রিপার পেলেন লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মো.রায়হান । এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, কৃষকরা যাতে সঠিক সময়ে ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকার ৫০% ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার ও রিপার দেয়া হয়েছে। তিনি বলেন, কম্বাইন্ড হার্ভেস্টারের বাজার মূল্য ২৮ লাখ টাকা। এতে সরকার ভর্তুকি দিচ্ছে ১৪ লাখ টাকা। আর কৃষক দিয়েছেন ১৪ লাখ টাকা। রিপার বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, সরকার ভর্তুকি দিচ্ছে ৯০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার বলেন- করোনা ভাইরাসের কারণে ধান কাটার জন্য শ্রমিক সংকট মোকাবেলায় এবং সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তোলার লক্ষে কৃষকের লাভের কথা ভেবেই সরকারের ভর্তুকি মূল্যে ২ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপার বিতরণ করা হয় । মেশিনটির যাতে সঠিক ব্যবহার হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম