মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার সরদারপাড়ার পূয়াপুল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া (৭৫) ময়মনসিংহের মীর কাঁঠালিয়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কোটগাঁও এলাকার ইসলাম শেখের বাড়ির ভাড়াটিয়া। সুরুজ মিয়া পাঁচ ছেলে ও এক মেয়ের জনক।
জানা যায়, রাতে সুরুজ মিয়ার ঘোঙ্গানীর শব্দ পেয়ে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে রাতেই সে মারা যায়।
মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খন্দকার আসফাকুজ্জামান জানান, এ ঘটনায় রক্তমাখা ছুরি ও সিপাহীপাড়া এলাকা থেকে চুরি যাওয়া অটো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
Post Views:
৩০৭