মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে সরকারী রাস্তার একটি গাছ কাটার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যাক্তি সোনারং গ্রামের মৃত মরন বেপারীর ছেলে আবদুল হাই বেপারী।
সরেজমিনে গিয়ে দেখা যায় সোনারং মহিলা মাদরাসা থেকে দক্ষিন বেতকা নতুন বাজার যাওয়ার রাস্তার আবদুল আজীজ বেপারীর বাড়ীর সংলগ্ন সরকারী রাস্তার একটি কদম গাছ কেটে ফেলা হয়েছে। গাছটি কেটে আবার পাতা ও মাটি ঢেকে রেখেছে যাতে করে স্হানীয় প্রশাসন, পথচারী ও আশপাশের লোকজনের চখে না পরে।
স্হানীয় সূত্রে জানা যায় আবদুল হাই বেপারী উক্ত গাছটি কেটেছে, নাম জানাতে অনিচ্ছুক ব্যাক্তি বলেন করোনা ভাইরাসের কারনে মানুষ যখন রাস্তায় কম চলাচল করে এই সুযোগটা কাজে লাগিয়ে আবদুল হাই বেপারী গাছটি কেটেছে।
গাছ কাটার বিষয়ে আবদুল হাই বেপারীর সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান এর সাথে কথা বললে তিনি বলেন আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করা হবে।।
Post Views:
৪১৬