চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ১৮ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা থেকে দক্ষিণা লগামী যাত্রীবাহী যানবাহন আবার ঢাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কুচিয়ামোরায় গত তিনদিন ধরে চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলোকে পুনরায় ঢাকায় ফেরত পাঠাচ্ছে পুলিশ। আজ সোমবার তৃতীয় দিন চলছে। তবে এ কার্যক্রম রাত-দিন ২৪ ঘন্টা ঈদ পর্যন্ত চলবে । করোনা ভাইরাসের সংক্রমন রোধে লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে ভিড়ের কারণে পণ্যবাহী ও ইমারজেন্সি যানবাহন ছাড়া সব যান আবার পুনরায় ঢাকা ফেরত পাঠানো হচ্ছে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, ভোর রাত থেকে এ
চেকপোষ্টে কাজ করতেছি। সরকারের নির্দেশনায় ঢাকাকে দক্ষিণা ল থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এ কার্যক্রম। এখানে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি ও হাইওয়ে পুলিশের কর্মকর্তাসহ জেলার পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা সবাই কাজ করতেছি। সকালে গাড়ির চাপ ছিলো প্রচন্ড ছিলো। যাত্রীবাহী গাড়ি গুলো আমরা ঘুরিয়ে দিয়েছি। মালবাহী বা জরুরী গাড়িগুলো আমরা ছেড়েছি। এই মুহূর্তে লকডাউন কার্যকর করতে গিয়ে অনেক পুলিশ সদস্য অসুস্থ হচ্ছে। রোজা রেখেও প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে হচ্ছে। আশপাশে কোনো গাছপালা বা ঘর বাড়ি নাই। করোনা মহামারীর মধ্যেও রিক্স নিয়ে কাজ করতেছি। আমরা চেষ্টা করতেছি মাওয়াঘাটে যাতে পেশার কম হয়। ঢাকা থেকে বেশি মানুষ যাতে দক্ষিণবঙ্গে আসতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছি।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম