চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ২০ জুন, ২০২০
ঘরে বসেই নতুন গান প্রকাশ করেছেন হাবিব ওয়াহিদ।‘প্রেমের খেলা’ গানটি নিয়ে কী বলবেন?
গানটির পরিকল্পনা করি ৫ জুন। ভালো মুডে ছিলাম, তাই মাত্র চার দিনেই গানের সুর, কথা, সংগীতায়োজন, রেকর্ডিং, মিক্স মাস্টার, ভিডিও করে ফেলি। এমনটা সাধারণত হয় না। একটা ঘোরের মধ্যেই পুরো কাজটি হয়ে গেছে। কথা লিখেছেন আলী বাকের জিকো। আমার স্টুডিওতেই ভিডিও নির্মাণ করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। ১১ জুন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করি।
ভিডিওতে সাধারণত আপনাকে এভাবে দেখা যায় না…
গানটি একটু রিদমিক, দোলা আছে। ভিডিওর শুটিং করার সময় গানের তালে তালে এটা স্বাভাবিকভাবেই চলে এসেছে। আমি নিজেও কাজটি করে খুব মজা পেয়েছি। শ্রোতারাও এভাবে আমাকে দেখে আনন্দ পাচ্ছে।
সামনে নতুন কী আসবে?
আমার পরিকল্পনা প্রতি মাসে একটি করে গান প্রকাশ করা। করোনার কারণে মাঝখানে একটু বিরতি ছিল। মাসের শেষ সপ্তাহে আমার সুর-সংগীতায়োজনে অন্য একজন শিল্পীর গান আসবে। তার নাম এখনই বলতে চাই না। আগামী মাসে আসবে একজন গায়িকার সঙ্গে আমার দ্বৈত একটি গান। এই গায়িকার সঙ্গে আগে কখনো কাজ করিনি। এটাও চমক হিসেবেই থাক!ঘরবন্দি থেকে বেশ গান করছেন মনে হচ্ছে?ঘরবন্দি অবস্থায় এ পর্যন্ত ১৫টি গান বানিয়েছি। ১০টিই এখন প্রকাশ করার মতো। বলা যায় তিন মাসে এক বছরের কাজ করে ফেলেছি।দাড়ি-গোঁফ অনেক লম্বা রেখেছেন দেখছি।হা হা হা! এটা নিয়ে আছি এক বিচিত্র অভিজ্ঞতার মধ্যে। কেউ বলছে হেভি লাগছে, একদম জোশ! আবার কেউ বলছে মানাচ্ছে না! আসলে পরিকল্পনা করে দাড়ি-গোঁফ বড় করিনি। ঘরবন্দি থাকতে থাকতে হয়ে গেছে। পরে মনে হলো ভালোই তো লাগছে, থাক না কিছুদিন। নতুন কোনো ভিডিওতে প্রয়োজন না হওয়া পর্যন্ত এই লুকেই থাকব।
পুত্র আলিম ওয়াহিদ কেমন আছে?
ভালোই আছে। ধানমণ্ডির একটি স্কুলে কেজি টুতে পড়ছে। আমার সঙ্গে স্টুডিওতে আসতে আসতে ওর অন্য রকম একটা নেশা হয়ে গেছে। আমার কি-বোর্ড, মাইক এগুলো সারাক্ষণ সাজাতে থাকে। প্লাস্টিকের ডিব্বা, মুড়ির টিন এগুলো দিয়ে ড্রাম সেট বানায়। বিষয়গুলো আমি খুব উপভোগ করি। তবে সাজানো দিয়ে তো আর ভবিষ্যৎ বোঝা যাবে না, সেটা বোঝা যাবে বাজানো দিয়ে।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম