মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ হাবিবুর রহমান বলেছেন যতই দূর্যোগ আসুক কেউ না খেয়ে মরবেনা । বর্তমান সরকার আমলে দেশে কোন কিছুর সংকট বা অভাব নেই। আর আমি সব সময় বেঁদে সম্প্রদয়েরই নয় সকল শ্রেনীপেশার মানুষের পাশে সব সময় ছিলাম এবং থাকবো। বাংলাদেশ পুলিশ এখন অনেক উন্নত এবং জনকল্যান মুলক কাজ করছে। করোনা কালে মানুষের সেবায় নিয়োজিত হয়ে আমাদের অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছে। এখন বন্যা পানিতে অনেক জেলা প্লাবিত হয়েছে সে সব এলাকায় খাদ্য সহায়তাসহ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আমাদের পুলিশ সদস্যরা। শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বেঁদে সম্প্রদয়ের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় মিরকাদিম পৌরসভার ১৩২ জন বেঁদে সম্প্রদায়ের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন পিপিএম,নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল,সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান,সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনিচুর রহমানসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
Post Views:
৪৬৬