চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী রিম্পা মন্ডল (১৩) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার মালখানগর ইউনিয়নের কৈবর্ত্যসার গ্রামের রিপন মন্ডলের মেয়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে তার নিজ বাড়িতে। তরিঘরি রাত সাড়ে ১০ টার দিকে পাশের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর শ^শানে তাকে দাহ করা হয়। এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে । এলাকাবাসী ও আশপাশের লোকজন জানায়, ফুটফুটে মেয়েটিকে মৃত্যুর ২ ঘন্টা আগেও বাড়ির সামনে অন্য শিমুদের সাথে খেলাধুলা করতে দেখেছে। দুপুরে বাড়ির সামনের পুকুরে সাঁতার কাটতে দেখেছে কেউ। সেদিন স্কুল করে সুস্থ্য অবস্থায় বাড়ি ফিরেছে। সন্ধ্যার পরে ঐ বাড়িতে কি হয়েছে কেউ বলতে পারেনি। তবে মেয়েটির মৃত্যুতে তাদের বাড়িতে কোন শোকের মাতম নেই। মেয়েটির মৃত্যুর পর পাশের বাড়ির অনেকে জানতে পারেন নি যে, রিম্পার মৃত্যু হয়েছে। কোন কন্নার রোল শোনেননি এলাকাাবাসী। মৃত্যুর পর মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল রাত ৯টার দিকে। তারপর সাড়ে ১০ টায় দাহ করা হয়েছে। পরদিন এলাকাসাবাসী জানতে পেরে অনেকে ভাবছেন, কোন একটা ঘটনা বা রহস্য লুকিয়ে আছে এই রিম্পার মৃত্যুর সাথে। এলাকাবাসী আরো জানান মেয়েটির বাবা কোন কাজ করে না। কিন্তু অবৈধ কিছু ব্যবসা যেমন পিলার, ম্যাগনেট, কয়েন বর্তমানে মাদকের সাথে জরিত হয়েছে। এসব কারনেই কোন ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। এ বিষয়ে রিম্পার বাবা রিপন মন্ডল ও চাচা গোপী মন্ডল জানান বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ¦র ও কাশি ছিল তার। বাজার থেকে কাশির সিরাপ এনে খাইয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বেশ কয়েকবার বমি করে নিস্তেজ হয়ে যায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিম্পার মামা বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরে তাই সেখানে নিয়ে শ^শানে রাত সাড়ে ১০ টার দিকে শেষকৃত্য করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদ্জ্জিামান জানান, রাত সাড়ে ৮টার পর হাসপাতালে মেয়েটির বাবা, মা’সহ কয়েকজন আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কেউ মেরেছে বা তার বাবা-মায়ের কোন অভিযোগ এবং শরীরে কোন চিহ্ন না থাকায় লাশ আটক ও পুলিশকে খবর দেওয়া হয়নি। সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান বিষয়টি আমাকে কেউ অবহিত করেন নাই। আমার এ বিষয়ে কোন কিছু জানা নাই।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম