চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ২৫ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজদিখানের মালখানগর, মধ্যপাড়া ও কোলা ইউনিয়নে সরকারি চাউল (ত্রাণ) বিতরণ করা হয়েছে। উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় দেড়শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। গোড়াপীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মালখানগর ইউপি পরিষদ চেয়ারম্যান সানজিদা আক্তার জোসনা ইউপি সদস্যদের নিয়ে চাউল বিতরণ করেন। এ সময় চাউল বিতরণ পরিদর্শণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম ও জেলা তথ্য অফিসার মো. মনির হোসেন। বিতরণে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারি অফিসার অপূর্ব ভক্ত। এছাড়া মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সেখানেও পরিদর্শণ করেছেন জেলার এই দ্ইু কর্মকর্তা। গতকাল বেলা ১২
টার দিকে কোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোমান শেখ সরকারি ত্রাণ ১০ কেজি করে চাউল হত দরীদ্রদের হাতে তুলে দেন। উপজেলা সহকারি প্রোগ্রামার শারমিন আক্তার ট্যাগ অফিসার হিসেবে উপন্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি মো ফাহাদ। ১০ কেজি করে চাউল দেওযার কথা থাকলেও প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হচ্ছে ৯ কেজি ৫শ গ্রাম বা ৭শ গ্রাম করে চাউল। এ বিষয়ে জেলা উপ পরিচালক ইউপি চেয়ারম্যানদের নিকট জানতে চাইলে তারা বলেন প্রতি বস্তায় কিছু চাল কম আসছে। তাই মাথা পিছু সমন্বয় করতে গিয়ে ২/৩ শত গ্রাম করে চাউল কম দিতে হচ্ছে।এছাড়া ব্যাক্তি উদ্যোগে করোনা দুর্যোগ মোকাবেলায় ও রমজান মাসকে সামনে রেখে ২শত ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রবাসী কাজী মো. দুলাল। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নে ইতালী প্রবাসীর বাড়ী থেকে এ খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল বিতরণ করা হয়।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম