নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনদরদি ও সমাজ সেবক জাকির হোসেন জমাদার করুনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শিলই গ্রামের মৃত জহিরুল হক জমাদার এর ছেলে ও স্বনামধন্য প্রতিষ্ঠান মাস্টার ওভারসীজ প্রাঃ লিঃ এর স্বত্তাধীকারী। সে দেশবাসী, মুন্সিগঞ্জ তথা শিলই ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার নিজের জন্য ও সকল মানুষের জন্য। জানাগেছে গত (২৬অক্টোবর) সোমবার জ্বর,সর্দি,গলাব্যাথা নিয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা দেন। গতকাল মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে তারপর থেকেই তিনি আসগর আলী হাসপাতালে ভর্তি আছেন। বিশিষ্ট ব্যবসায়ী জাকির জমাদার এর কোভিট – ১৯ আক্রান্ত হওয়ায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন মোবাইল ফোনে ফোন করে তার খোঁজ খবর নিয়েছেন এবং সে সহ তার পরিবারের সকলের সুস্হতা কামনা করেন। এসময় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক ও অনলাইন পোট্রাল জাগো মুন্সিগঞ্জের সম্পাদক ও প্রকাশক মো. সুজন বেপারী আজগর আলী হাসপাতালে তাকে দেখতে যান। জানা গেছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে সময় লক ডাউন থাকা অবস্থায় জাকির জমাদার তার নিজস্ব অর্থায়নে সাধারণ খেটে খাওয়া মানুষেদের পর্যাপ্ত পরিমাণে খাবার সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স দিয়ে সহায়তা করেছেন। সে একজন সৎ, নির্ভিক জনদরদী, সমাজ সেবক, ও মেহনতী মানুষের বন্ধু।
Post Views:
৪৩৪