মো. সুজন বেপারী,মুন্সীগঞ্জ প্রতিনিধি: মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার শেষ দিন হলেও দায়িত্বে কোন প্রকার অবহেলা করেনি মাওয়া কোস্টগার্ড তাই আজ বুধবার ( ৪ নভেম্বর) বেলা ৪ টায় বাংলাদেশ কোস্টগার্ড পদ্মা কম্পোজিট স্টেশন মাওয়া কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান নেতৃত্বে অবৈধ কারেন্ট জাল আটক করে পরে তা পুরিয়ে ধ্বংস করা হয়েছে। মতিউর রহমান জানান, ২০২০ সাল এর অক্টোবর ১৪ তারিখ হতে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ শিকার, ক্রয়, বিক্রয় নিষেধ কিন্তু কিছু অসাধু জেলে লুকিয়ে লুকিয়ে মা ইলিশ শিকার করছিল পদ্মার মাওয়া প্রান্তে, গোপন তথ্যের ভিত্তিতে আমি এবং টিম তাদেরকে ধরতে গেলে তারা পালিয়ে যায় পরে তাদের অবৈধ কারেন্ট জাল আটক করে তা পুরিয়ে ধ্বংস করি স্হানীয় কবির হোসেন (৫০) জানান তারা (কোস্ট গার্ড) নিয়মিত নদিতে স্পিড বোর্ড দিয়ে টহল দিয়েছেন আমরা অনেক বার দেখেছি তারা এই নদীর পাড়ে কারেন্ট জাল পুরিয়ে দিয়েছে।
Post Views:
৫২২