» Munshiganj » মিরকাদিমে একটি শিশু পাওয়া গিয়েছে আপনার একটি শেয়ারে খুঁজে পেতে পারেন তার পরিবার
মিরকাদিমে একটি শিশু পাওয়া গিয়েছে আপনার একটি শেয়ারে খুঁজে পেতে পারেন তার পরিবার
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর, ২০২০
মুন্সীগঞ্জ সদর মিরকাদিম পৌরসভার রামগোপাল পুর সোনালী ব্যাংক সংলগ্ন স্থানে একটি আট বছরের শিশু পাওয়া গিয়েছে, কিন্তু শিশুটির গায়ে পরানো পাঞ্জাবি ও মাথায় টুপি ফুলপেন এবং শিশুটির নাম অজ্ঞাত বলে জানান আমার নাম সাকিব ও বাড়ি চাঁদপুর কিন্তু আর মনে পরচ্ছেনা বলে জানান এই শিশুটি। যদি কেউ এই শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবার খোঁজ খবর নিয়ে তার মায়ের কুলে ফিরিয়ে দিবেন এই নাম্বারে যোগাযোগ করে শিশুটিকে।