মিরকাদিম ডেস্ক- সূত্র দৈনিক সমকাল – মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ২০১২ সালের শনিবার প্রায় ৮ কোটি টাকার একটি বাড়ির দখল নিয়ে তোলপাড় হয়েছে। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মিরকাদিম পৌরসভার গোপাল নগর এলাকার ওই পালবাড়ি দখলে নেয় মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের লোকজন। পৌর মেয়রের আমেরিকা প্রবাসী শ্বশুর বশির উদ্দিন এ বাড়ির মালিক বলে দাবি করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বাড়ির ভাড়াটে সংখ্যালঘু ১৮ টি পরিবারকে উচ্ছেদ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে বাড়িটির দখল নেওয়া হয়। এ সময় ২০ জন আহত হন। গতকাল সকাল ১১ টার দিকে পৌর মেয়র শাহীনের শতাধিক লোকজন ১০৪ শতক সম্পত্তিজুড়ে থাকা ওই বাড়িতে বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদ করতে যায়। এতে বাধা দিলে উচ্ছেদকারীদের এলোপাতাড়ি লাঠিপেটায় শিশির পাল, নুকুল পাল, উত্তম সাহা, তপন সাহাসহ, সংখ্যালঘু ওই ১৮ পরিবারের ২০ জন নারী- পুরুষ আহত হন। পরিবারগুলোর দাবি তাদের প্রায় ১শ’ ভরি স্বর্ণালংকার লুট ও কয়েক লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করা হয়।এসময় বাড়িটির অপর মালিকানা দাবিদার সামসু রহমানের ঘরে থাকা আসবাবপত্র ও মূল্যবান কাগজপত্রে অগ্নিসংযোগ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নুকুল পাল, উত্তম সাহা, ও কালাই পাল জানান,স্থানীয় সারওয়ার উদ্দীন ও সামসু রহমানের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে ১৮ টি পরিবার বসবাস করে আসছে দুই বন্ধু সারওয়ার ও সামসু রহমান এ বাড়ি কিনেছেন বলে ভাড়াটেরা জানেন। সদর থানার ওসি আবুল বাসার জানান, আদালতের লোকজন মিরকাদিম পৌর মেয়র শাহীনকে বাড়িটি বুঝিয়ে দেয়। তার প্রবাসী শ্বশুর এ বাড়ির মালিক বলে জানা গেছে। তবে অপর একটি পক্ষও বাড়ির মালিকানা দাবি করেছে। ওই পক্ষের ভাড়াটে ১৮ পরিবারকে গতকাল উচ্ছেদ করা হয়। ওসি জানান,ভাংচুর, ও লুটপাট কিছু হয়েছে। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন বলেন,মুন্সীগঞ্জ আদালত থেকে রায় পেয়ে গতকাল বাড়িটির মালিকানা প্রতিষ্ঠিত করা হয়। আদালত থেকে লোকজন এসে বাড়ির দখল বুঝিয়ে দেন। এ বাড়ির প্রকৃত মালিক আমার শ্বশুর। অপর পক্ষের শামসু রহমান বলেন, বাড়ির মালিক আমরা দুই বন্ধু। সেখানে আমাদের ভাড়াটে রয়েছে। তাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। মেয়রের লোকজন ভাংচুর ও লুটপাট চালিয়েছে। সূত্র – দৈনিক সমকাল, ০২ ডিসেম্বর রোববার, ২০১২, ১৮ অগ্রহায়ণ ১৪১৯।
Post Views:
৭৭১