গোবিন্দ চন্দ্র মন্ডল,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ নানা আয়োজনে মুন্সিগঞ্জে উদীচীর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সারাদেশের ন্যায় একযোগে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীত পরিবেশনের মাধ্যমে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মুন্সিগঞ্জ জেলা সংসদের সভাপতি খালেদা খানমের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের মুন্সিগঞ্জ শাখার সভাপতি এড. নাছিমা আক্তার, সাংবাদিক আরিফুল ইসলাম, হিরণ কিরণ থিয়েটারের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ঢালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, নাট্যকর্মী হুমায়ুন ফরিদ, মুন্সিগঞ্জ থিয়েটারের সভাপতি সোহেল রানা রানু, নাগরিক সমন্বয় পরিষদের সভাপতি সুজন হায়দার জনি, সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী, কবি পরিষদের সাধারণ সম্পাদক অনু ইসলাম, উদীচীর সহ-সভাপতি আলী নাসিম, উদীচীর সহ-সভাপতি গিয়াসউদ্দিন পিন্টু, ওয়ার্ড কাউন্সিলর নার্গিস আক্তারসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী জাহাঙ্গীর হোসেন, সা রে গা মা পা সংগীত বিদ্যালয়ের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, উদীচীর শিল্পী সুমা দেবনাথ, নাজমা আক্তার ময়না ও মাইসা। তবলায় সঙ্গত করেন উদীচী জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র মন্ডল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক হামিদা খাতুন।
Post Views:
৪৮৮