চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ১১ এপ্রিল, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
মুন্সীগঞ্জের পুরো জেলা শনিবার সিল করে দেয়া হয়েছে। মুক্তারপুর এবং শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট দিয়ে শুধু জরুির যান প্রবেশ কতে পারব। প্রবেশের আর সবপথ বন্ধ করে দেয়া হয়। নৌপথও বন্ধ করে দেয়া হয়েছে। গজারিয়ার মেঘনা মোহনায় নৌযান দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে নৌপুলিশ।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জরুরি সভা শেষে সভ্যতার আলোকে জানান, গত চারদিন ধরেই মুন্সীগঞ্জ একরকম লকডাউন। ‘লকডাউন ‘ শব্দটি ব্যবহার না করা হলেও পুরো জেলা এমনকি ইউনিয়ন থেকে ইউনিয়নের যোগাযোগও বন্ধ রাখা হয়েছে। আর ১০ করোনা রোগী সনাক্ত হওয়ার পর শনিবার পুরো জেলাই সিল করে দেয়া হয়েছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হওয়ায় সেখানকার স্বাস্থ্য সেবা খুবই সিমিত হয়েগেছে। তবে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এখনকার স্বাস্থ্যসেবা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে। জেলা প্রশাসক বলেন, এখন সকলের প্রতি অনুরোধ-“সবাই ঘরে থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষা করি।”।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলাকে ‘লকডাউন’ ঘোষণা করা ব্যাংকসেবাসহ অনেক রকমের সেবা বন্ধ হয়ে যাবে। এসব নানা কিছু বিবেচনা করে ‘লকডাউন’ ঘোষণা না করে পুরো জেলাকে সিলা করা হয়েছে।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম