চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ২৯ মার্চ, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ পিস পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন মুহাম্মদ সাইদুর রহমান নামের এক প্রকৌশলী। শনিবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামরে কাছে এগুলো প্রেরন করেন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের ভূইচিত্র গ্রামের সন্তান প্রকৌশলী সাইদুর রহমান। বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করে একটি বহুজাতিক তেল গ্যাস কোম্পানীতে কর্মরত আছেন। উচ্চতর প্রশিক্ষনের জন্য গিয়েছিলেন মালয়েশিয়া। বর্তমানে ঢাকায় ১৪ দিনের হোম কোয়ারিন্টিনে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাক্তারদের প্রয়োজনীয় পিপিই নেই দেখে ব্যাথিত হন। নিজ এলাকার প্রতি দায়িত্ববোধের কারণে সেখান থেকে যোগাযোগ করেন শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সাথে। তিনি যোগাযোগ করিয়ে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামরে সাথে। তিনি পিপিই’র চাহিদা প্রেরন করলে সাইদুর রহমান নিজ অর্থায়নে এগুলো সংগ্রহ করে দেন।সাইদুর রহমান প্রথমে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন। পরে তাকে দেখে যদি কেউ উৎসাহিত হয়ে সহযোগিতায় এগিয়ে আসেন একারণে পরে তিনি সংবাদ প্রকাশে রাজি হন। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম বলেন, ডাক্তাররা রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পিপিই’র অভাবে আতঙ্কিত ছিল। প্রকৌশলী সাইদুর রহমান প্রয়োজনের সময় এগিয়ে এসেছেন। যার যার অবস্থান থেকে এভাবে এগিয়ে আসলে করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, প্রকৌশলী সাইদুর রহমান খুবই ভাল উদ্যোগ নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম