মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন এর নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতারের পর থেকেই মামলার বাদীনী ও তার পরিবারের উপর হুমকি ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পঞ্চসার ইউনিয়ন এর বিনোদপুর গ্রামের মধু মিয়ার মেয়ে উক্ত মামলার বাদীনী মুন্নি আক্তার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। অভিযোগ করে তিনি বলেন, রিকাবী বাজের এর কানন্দীপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মোঃ রতন (২২) আমাদের পূর্ব পরিচিত এবং আমাদের বাড়িতে যাতায়াত করতো সেই জন্য সে কিন্তু রতন বিভিন্ন সময় আমাকে নানা ধরনের কুপ্রস্তাব দিত এবং উত্ত্যক্ত করতো তা আমি আমার বাবাকে বলেছি এবং আমার বাবা তাদের অভিভাবকদের কে জানানোর পরও কোনো পাত্তা পায়নি রতন গংদের কাছ থেকে বরং আমাদের তারা নানা রকম বাজে কথা বলেছে, তার পর গত জুলাই মাসের ১৫ তারিখ রাত নয়টার সময় রতন আমাদের ঘরে ঢোকে আমি কোন কিছু বোঝার আগেই সে আমাকে জোরপূর্বক জড়াইয়া ধরে এবং ধর্ষণের চেষ্টা করে আমি বাধা প্রদান করি পরে আমার আত্মচিৎকারে আমার মা বাবা এসে পড়ে পড়ে সে তার হাত থেকে আমাকে রক্ষা করে অতঃপর রতন গংরা আমাদের বাড়িতে ঢুকিয়া আমাদের এলোপাথাড়ি মারধর করে ও জোর পূর্বক টাকা মোবাইল ও স্বর্ণালংকার জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় তারপর আমরা মামলা করি মামলার তদন্তের পর আসামী রতন কে পুলিশ গ্রেফতার কেরে আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্ররন করে, আসামি রতনকে পুলিশ গ্রেফতার করার পর থেকেই -বেনামে -অজানা অনেক লোক দিয়েই আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে আসছে আমরা এখন জীবন নিয়ে শঙ্কায় আছি আমাদের উপর যে কোন মুহূর্তে হামলা করতে পারে আমরা আমাদের জীবনের নিয়ে সংকায় আছি।
Post Views:
৬৩৮