স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গিবাজার এলাকায় ব্যবসায়িক প্রতিহিংসার জেরে প্রতিপক্ষের আঘাতে দুইজন গুরুতর আহত হয়। আহতরা হলো মালিরপাথর এলাকার মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ মোক্তার আলী (৩৮) ও গিয়াস উদ্দিনের ছেলে মোশারফ মোল্লা (৪০)। ঘটনার বিবরণে গিয়াস উদ্দিন জানায়, আমি সুতার ভিটার ক্ষুদ্র ব্যবসায়ী। আমার পাশে মোঃ শফি (৫০) একই ব্যবসা করে। শফির কর্মচারীরা আমার কর্মচারীদের প্রতিদিন ইটের টুকরো ছুড়ে মারে। আমার কর্মচারীরা বিষয়টি বললে শফিকে বলা হয়। কিন্তু শফি তা অ¯^ীকার করে ও তার কর্মচারীরা এমন করবেই আমি যা পারি তাই করার কথা বলে। গুরুতর আহত মোঃ মোক্তার আলী জানায়, গত ৭/০১১/২০২০ ইং তারিখে শফির ফ্যাক্টরীতে কর্মরত কর্মচারী মনির হোসেন ও তামিমের কাছে আমার পাওনা টাকা ফেরত চাইতে গেলে তামিম টাকা ফেরত দিতে ¯^ীকার করলেও মনির হোসেন অ¯^ীকার করে। তর্কবিতর্কের একপর্যায়ে শফি, ফ্যাক্টরীর কর্মচারী মোঃ মনির হোসেন (২৫), শফিক (২৩), মো: জামাল (৪০)সহ আরো অনেকেই লাঠি ও বাঁশ দিয়ে আমার নাক, হাত ও পায়ে এলোপাথারি মারধর করে। ঘটনাস্থলে গিয়াস উদ্দিন এগিয়ে এলে তাকে হাত ও পায়ে মারধর করে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্থায় লোকজন ধরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে ভর্তি হয়ে ২দিন যাবৎ চিকিৎসা গ্রহণ করি।
গিয়াস উদ্দিনের সুতার ভিটায় কর্মরত রবিউল ও রিফাত জানায়, শফির সুতার ভিটায় কর্মরত কর্মচারীরা ইট কল দিয়ে হঠাৎ করেই আমাদের ঠিল ছুড়তো নিয়মিত। ঠিলগুলো আমাদের শরীরেও লেগেছে কয়েকবার। এতে আমাদের কাজের ব্যাঘাত ঘটে। বিষয়টি তাদেরকে বললে তারা অ¯^ীকার করে। পরে আমাদের মালিককে জানাই।
বিষয়টিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে গিয়াস উদ্দিন। থানায় অভিযোগ দায়ের করার পর থেকে শফি আবারও মারধরেরও হুমকি দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গিয়াস উদ্দিন। এ বিষয়ে শফির ভাই মোঃ মাসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ভাই শফির ফ্যাক্টরীতে কাজ করেন মনির হোসেন তাকেই ওরা মারধর করে গুরুতর আহত করেছে। উক্ত বিষয়ের তদন্তকারী এসআই শফিউল্লাহ শিকদার জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মনির হোসেন নামের কর্মচারীর নিকট মোক্তার হোসেন টাকা পাবে এবং চাকানোকে কেন্দ্র করে বিষয়টির সূত্রপাত। উভয়পক্ষের মধ্যেই হাতাহাতি হয়েছে বলে জানতে পেরেছি। তবে অভিযোগকারী পক্ষের লোকজন একটু বেশি আহত হয়েছে।
Post Views:
৪৩৩