মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার সংলগ্ন সড়ক যোগাযোগ পুরাতন কাটপট্টি জোড়া ব্রীজের যানবাহনে সংযোগ চলাচল বন্ধ।শনিবার দুপুর সাড়ে বার টার সময় গিয়ে সরজমিনে দেখা যায়, পৌর সংলগ্ন পুরাতন কাটপট্টি জোড়া ব্রীজের মাঝ বরাবর একটি সেতুর অংশ ঢালে গর্ত হয়ে খানাখন্ড ভেঙ্গে চলাচলকারী যানবাহনগুলোও চলাচল বন্ধ রয়েছে। পৌর সংযোগ চরম দুর্ভোগে পড়েছেন হাজারো গণমানুষের যাতায়াত ও নানাধরনের চলাকালীনে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক সহ বিভিন্ন চলাচল ওই রুটে। এমনকি যেকোনো মুহূর্তে ব্রীজের খনাখান্ড গর্তে যানবাহনে চলাকালীনে দুর্ঘটনার আশঙ্কা হতেপারে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়বাসীরা বলেন – দূরুত জোড়া ব্রীজের সংস্থারের আহবান দৃষ্টি আকর্ষণ জানাই নির্বাহী প্রকৌশলী ও পৌর মেয়র।
Post Views:
৫১৬