মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর সেতু বাসস্ট্যান্ড উত্তর পাশ থেকে রবিবার বিকালে র্যাব ১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তল্লাসি চালিয়ে ট্রাকের ভিতরে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা সাথে নগদ ২২৭০০ টাকা ও তিন টি মোবাইল ফোন ট্রাকসহ দুই জন কে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাঃ রাজীব (৩৫), পিতা-রাজা মিয়া, মাতা-রনু বগম, সাং-দক্ষিন ইসলামপুর (মানিক বপারীর ঘাট ভুট্টুর মিলর সাথ বাসা), থানা ও জলা-মুন্সীগঞ্জ।২। মাঃ রবিউল আঁকন (২৫), পিতা-মত হানিফ আঁকন, মাতা-রহিমা, সাং-ছইলা বুনিয়া, সুলিজ ঘাট, থানা-মির্জাগঞ্জ, জলা পটুয়াখালী, এ/পি-দূর্গাবাড়ী নিজামর বাড়ীর ভাড়াটিয়া, থানা ও জলা-মুন্সীগঞ্জ।বর্ণিত মাদক ব্যবসায়ীদর নিকট হত উদ্ধারকত মালামাল- ক) ৪ কজি ৮০০ গ্রাম গাঁজা। খ) ০১ টি পাঁচটন ট্রাক। গ) ০৩ টি মাবাইল ফান এবং ঘ) মাদক বিক্রয়র নগদ ২২,৭০০/- টাকা।এ সময় র্যাব ১১ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী, জঙ্গী-সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, জলদস্যু, কালোবাজারি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে, এ তথ্য টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ র্যাব ১১ এর সহকারী পুলিশ সুপার প্রণব কুমার।
Post Views:
৪১৫