মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় মুন্সীগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টি সভানেত্রী (কাললী আক্তার কাকন )। কেন্দ্রীয় মুন্সীগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টি সভানেত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় মুন্সীগঞ্জ জাতীয় মহিলা পার্টি সভানেত্রী আরও জানান, “দেশের শিল্প ও সেবা খাতে অনন্য অবদান রাখা নুরুল ইসলাম ছিলেন আধুনিক ও প্রগতিশীল চিন্তার একজন সাহসী উদ্যোক্তা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রায় তার মেধা, দক্ষতা ও সাহসিকতায় প্রতিষ্ঠিত দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ যমুনা গ্রুপের অবদান অনস্বীকার্য। তার মৃত্যু দেশের শিল্প খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
Post Views:
৪৬৯