চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ৭ মে, ২০২০
ছবি: আলোকিত সংবাদ
সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ বিশ্বব্যাপি করোনাভাইরাস পরিস্থিতিতে সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান ইকবাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন সি এন জি চালক দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় তার নিজ বাড়ি থেকে ৫ কেজি চাউল ২ কেজী আলু,১ বুট , ১ কেজি ডাল,১ কেজি চিনি ও ১ টি সাবান সি এন জি চালক দের হাতে তুলে দেন । এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য বাচ্চু শেখ,মো .সুমন ,মো আক্তার প্রমুখ। ইকবাল চেয়ারম্যান বলেন ,আমি মানুষের পাসে সব সময় আছি । আমার পরিবার সন্তান বিদেশে অবস্থান করছেন । আছেন তানা খুব বিপদে ,আমি তাদেও কথা মনে চাপারেখে যারা আমাকে ভালোবেশে র্নিবাচিত করেছে তাদের সেবায় আমি এখানেই আছি এবং থাকবো।সরকারি সহযোগীতা ছাড়াও আমি আমার ব্যক্তি গত অর্থায়নে এর আগে অটো চালকদের হাতে খাদ্য দ্রব্য দিয়েছি অনেক মানুষ আছে যারা বলতে পারে না তাদের জন্য আমি নিজে গোপনে খাবার পৌছেদিয়েছি রাতের আধারে ।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম