রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ ইং , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

রিক্সা চালকদেরকেও অফিসে আপ্যায়ন করেন ডিআইজি শেখ নাজমুল আলম

 প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ১৯ জুন, ২০২০

ছাত্রজীবনে যেসব শিক্ষার্থীদের প্রাইভেট শিক্ষক ছিলেন,খুঁজে খুঁজে সেই ছাত্রদের বের করে কারো কোন সমস্যা আছে কিনা খোঁজ নেন নিয়মিতমেসের বুয়াকেও অফিসে সাদরে আপ্যায়ন করেন ডিআইজি শেখ নাজমুল আলম। রিক্সা চালকের ছেলেকেও দেন চাকুরি তিনিসাংবাদিক – মোঃ সুজন – মুন্সীগঞ্জ ডেস্ক – ছাত্র জীবনে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অনার্স পড়তেন মেধাবী পুলিশ অফিসার হিসাবে একাধিকবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক পাওয়া সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম।কিছুদিন কলেজে শিক্ষকতা করে পরে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সেবায় যোগ দেন বাংলাদেশ পুলিশে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বন্ধুরা মিলে থাকতেন পুরাতন ঢাকার মেসে। কিন্তু সরকারের উচ্চপদে যোগ দিয়েও ডিআইজি শেখ নাজমুল আলম ভুলে যাননি মেসের সেই অসহায় বুয়াদের,যাঁদের হাতে রান্না খেয়েই ছাত্রজীবন শেষ করেছেন।ডেকে ডেকে কোন ধরনের প্রতিদান না নিয়েই সেই অসহায় বুয়াদের যোগ্য সন্তানদের বিভিন্ন চাকুরির ব্যবস্থা করেছেন বলে জানা গেছে।তিনি সুনামের সাথে এডিসি ট্রাফিক মতিঝিল, ডিসি ট্রাফিক উত্তরা, এসপি নেত্রকোনা, এসপি নারায়ণগঞ্জ, ডিসি মতিঝিল, ডিসি এস্টেট, ডিসি ডিবি, জয়েন্ট কমিশনার( ক্রাইম) হিসাবে সুনামের সাথে কাজ করে এখন ডিআইজি হিসাবে সিআইডিতে কর্মরত।তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এমন একটা দিন নেই যে দিনে তাঁর নিজের জেলা নড়াইল থেকে থেকে গরীব, অসহায় এবং নির্যাতিত কোন মানুষ তাঁর সাহায্য নিতে আসেন নাই।এলাকার অস্বছল ছেলে-মেয়েরা স্কুল,কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। আর কোন উপায় না পেয়ে চলে আসেন তাঁর কাছেই। বিদেশে যাওয়ার নাম করে দালাল টাকা মেরে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেই নড়াইলের প্রত্যন্ত এলাকা থেকে সাহায্যের জন্য নড়াইলের লোহাগড়ার সন্তান শেখ নাজমুলের কাছেই ছুটে আসেন। শত ব্যস্ততার মাঝেও অসহায় মানুষগুলোর সব সমস্যা মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষনিক ব্যবস্থা নেন সাদা মনের এই সিনিয়র পুলিশ অফিসার ডিআইজি শেখ নাজমুল আলম।এমন একটি ঘটনার বর্ননা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে সাবেক ছাত্র আবু নাসের ডিটু বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তাঁর মেসে যে বুয়া রান্না করতেন,একদিন দেখি খুঁজে খুঁজে রাজধানীর শনির আঁখড়া থেকে সেই বুয়াকে এক পুলিশ কনস্টেবলকে দিয়ে ডেকে এনে তাঁর অফিসে বসিয়ে নিজের হাতে নাস্তা করাচ্ছেন। তাঁর পরিবারের খোঁজ নিচ্ছেন। বুয়ার সন্তানদের কেউ চাকুরী যোগ্য আছেন কিনা জেনে তাঁর সন্তানদের চাকরীর ব্যবস্থা করেছিলেন।ছাত্রজীবনে যেসব শিক্ষার্থীদের প্রাইভেট শিক্ষক ছিলেন,খুঁজে খুঁজে সেই ছাত্রদের বের করে কারো কোন সমস্যা আছে কিনা খোঁজ নিতেন। অনেকের চাকরীর ব্যবস্থাও করতেন।দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য এতিমখানায় গোপনে সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করেন,ঈদ বোনাসের টাকা দিয়ে শিশুদের ঈদ উপহার কিনে পাঠান। ডিআইজি শেখ নাজমুল আলমের দীর্ঘদিনের পরিচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক আরেক ছাত্র এই প্রতিবেদককে জানায়, বহু গরীব ছেলে-মেয়ের পড়াশোনার ব্যবস্থা করেছেন ক্লিন ইমেজের এই পুলিশ অফিসার।তিনি আরেকটি ঘটনার বর্ননা দিয়ে বলেন, একদিন দেখি ডিএমপি হেডকোয়ার্টার্সে তৎকালীন জয়েন্ট কমিশনারের (ক্রাইম) অফিস কক্ষে নেত্রকোনা থেকে একজন রিক্সা চালক অল্প কিছু লেবু,একটা মিষ্টি কুমড়া, কিছু সবজি নিয়ে হাজির। মলিন চেহারা,পরনে ময়লা লুঙ্গি। অফিসে ঢুকেই জয়েন্ট কমিশনারকে বুকে জড়িয়ে ধরলেন।পরে জানতে পারলাম জয়েন্ট কমিশনার ( ক্রাইমস) শেখ নাজমুল আলম যখন নেত্রকোনার এসপি ছিলেন, তখন সেই অতি দরিদ্র রিক্সা চালকের ছেলেকে বিনা পয়সায় পুলিশে চাকরী দিয়েছিলেন। ভদ্রলোকের কাছে উনি যেন সাক্ষাৎ দেবতা।এরকম বহু গরীব মানুষের মেধাবী ছেলে-মেয়েদের ডেকে এনে বিনা পয়সায় চাকরী দিতেন আজকের ডিআইজি শেখ নাজমুল আলম।উনার দূরদর্শিতার আরেকটা উদাহরন দিয়ে তাঁর আরেক ঘনিষ্ঠ ব্যাক্তি বলেন, শেখ নাজমুল আলম নারায়নগঞ্জের খুবই জনপ্রিয় এসপি ছিলেন। সেখান থেকে ডিএমপিতে বদলী হয়ে এলেন। ডিএমপিতে দেখতাম উনার অফিসে সাংসদ শামীম ওসমান সাহেবই শুধু আসতেন না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভিও আসতেন। এমনকি তৈমুর আলম খন্দরকারও সাক্ষাৎ করতে আসতেন। সবাই বলতেন শেখ নাজমুল আলম সাহেব বড় ভালো মানুষ।

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ২৪শে নভেম্বর, ২০২৪ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

November 2024
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা শিরোনাম মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শিরোনাম টঙ্গীবাড়ী আওয়ামীলীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।। দুই কমিটির সভাপতি বারেক মানেন না নতুন কমিটি শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম। শিরোনাম ৪১ তম বি‌সিএস পরীক্ষায় সিরাজ‌দিখা‌নের দুই জন চুড়ান্তভা‌বে সুপা‌রিশপ্রাপ্ত
error: Content is protected !!