লৌহজং প্রতিনিধিঃ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকালে লৌহজংয়ের সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে দক্ষিনবঙ্গের অন্যতম প্রবেশপথ শিমুলিয়া ঘাটের চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্রমপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে স্থানীয় হাজার হাজার মুসল্লিও অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে বক্তারা ফরাসী পণ্য বর্জন ও মহানবী (সা.)-কে অবমাননা করায় ফরাসী সরকারের প্রতি বাংলাদেশ সরকারকে নিন্দা জানানোর আহবান জানান। মিছিল শেষে মাওলানা মোকারম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওলানা আহমাদুল্লাহ খান, মাওলানা হেলাল উদ্দিন মল্লিক, মাওলানা ইলিয়াস হোসেন কাসেমী, মাওলানা মোবারক হোসেন, মাওলানা মনির হোসেন, মুফতি অলি উল্লাহ, মুফতি হযরত আলী, মাওলানা জাহাঙ্গীর আলম বিক্রমপুরী, মুফতি আবুল হাসান, মুফতি সাদিকুর রহমান, মুফতি বেলাল হোসন, মুফতি ইকবাল হোসেন, মাওলানা আলী আহমেদ, মুফতি ফয়জল্লাহ, মুফতি আবদুর রহমান, মুফতি বোরহান উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, শফিকুল ইসলামসহ আরও অনেকে।
Post Views:
৯৬৫