লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রামের উত্তর হলদিয়া মৌজায় অবস্থিত মৃত খলিল বেপারীর ২২১ শতাংশ জমি স্থানীয় মতিউর রহমান শেখ, প্রিন্স সরদার, ঝান্টু ভূঁইয়া, আমির হোসেন ভূঁইয়া ও খোরশেদ আলম ভূঁইয়া নামের পাঁচ ব্যক্তি দখলের পায়তারা করছেন। জমিটির আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ বিষয়ে জমির মালিক মৃত খলিল বেপারীর উত্তরাধিকারী নাতি মো. ইয়ামিন বেপারী লিখিত অভিযোগ দায়ের করে সাংবাদিকদের জানান, আমরা চলতি বছরের ১৭ নভেম্বর উক্ত জমি চাষাবাদের জন্য পরিষ্কার করতে গেলে উল্লেখিত ব্যক্তিরা বাঁধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমন কি সুযোগ পেলে আমাদের জীবননাশ করবে বলে এলাকায় বলে বেড়াচ্ছেন তারা। অথচ তাদের কোনো কাগজপত্র নেই। কাউকে দেখাবেন না বলেও জানান।
অভিযোগের বিষয়ে প্রিন্স সরদার সাংবাদিকদের জানান, এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা। জমির সিএস রেকর্ড থেকে মতিউর রহমান ক্রয়সূত্রে এ জমির মালিক। প্রায় ৭০/৮০ বছর ধরে তিনি এটি ভোগ দখল করে আসছেন।
Post Views:
৮৮৪