চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ১৮ আগস্ট, ২০২০
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জ লৌহজং পদ্মা প্রকল্পের আওতাধীন যশলদিয়া পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।লৌহজংয়ে সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারন দোয়াও মাহফিল সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সহকারী শিক্ষক সৈয়দ তারেক এর সঞ্চালনায় এই শোক দিবস পালিত হয়।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী জিন্নাহ, যশলদিয়া পূণর্বাসন কেন্দ্রের সভাপতি সুজল খান, শিক্ষকদের পক্ষে সহকারী শিক্ষক মো: মহসিন। সভাপতির বক্তব্যে যশলদিয়া পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: উম্মে সিদ্দিকা লিপি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে বিষদ আলোচনা করেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক ড. মো: এনামুল হক বলেন, বঙ্গবন্ধু কখনও অন্যায়ের কাছে মাথানত করেননি। এজন্য তাকে জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাতে হয়েছে। তিনি আরও বলেন, এই মহান নেতা জাতীয় জীবনে এক জ্যোতিময় আলোকবর্তিকা।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম