মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের গর্ব মানবতার ফেরিওয়ালা অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন পিপিএম বার, বিপিএম বার-এর পক্ষ থেকে এবং ব্যবসায়ী ও সাংবাদিক সোহেল টিটুর উদ্যোগে সদর উপজেলার শিলইয়ে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের ১, ২, ৩ ও ৯ নং ওয়ার্ডে প্রায় ৪ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পার্শ্ববর্তী টঙ্গিবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, পোলাউ চাল, চিনি, গুঁড়া দুধ ও দুই প্রকার সেমাই।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ র্যাব ১১- সিপিসি-১ এর সাব ইন্সপেক্টর আইনুল হকের নেতৃত্বে র্যাবের একটি টিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, শিলই ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী, দৈনিক অধিকারের রিয়াদ হোসাইন, দৈনিক ইনকিলাবের মো. রনি শেখ, দৈনিক দেশ কণ্ঠের মিনহাজ, আমাদের কণ্ঠের সাইফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের মো. সুজন বেপারী, মুন্সিগঞ্জের আলো ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মো. ইমন হোসাইন বাংলাদেশ পরিক্রমার সাইফুল ইসলাম, টঙ্গিবাড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী কাশমির আক্তার, ব্যবসায়ী আবদুল বাসেদ বেপারী, ব্যবসায়ী ইমরান হোসেন বেপারী, আকরাম বেপারী, সেলিম মোল্লা, রতন মোল্লা, জুয়েল শেখ প্রমুখ।
Post Views:
৫৭৬