রবিবার ২০শে এপ্রিল, ২০২৫ ইং , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরী

শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে শঙ্কায় সিরাজদিখানের কৃষক

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ১৯ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

ঝড়তুফানের মৌসুম এছাড়া আগাম বর্ষার আশঙ্কায় ধান পাকার সঙ্গে সঙ্গেই কেটে নিতে হয় সিরাজদিখান উপজেলায় আবাদ করা বোরো ধান। ওই মৌসুমে আশপাশের বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ধান কাটার কাজ করতে এই অঞ্চলে আসে বহু শ্রমিক। কিন্তু নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার আসতে পারছেন না শ্রমিকরা। অন্যদিকে উন্নত কৃষি যন্ত্রপাতির না থাকায় বিপাকে রয়েছে স্থানীয় কৃষক। সব মিলিয়ে বিস্তীর্ণ অঞ্চলটির ধান মাড়াই নিয়ে এক ধরণের শঙ্কা ও উৎকণ্ঠায় রয়েছেন এখানকার কৃষকরা।জানা গেছে, বোরো মৌসুমে দেশে ৪১ লাখ ২৮ হাজার ৫৪৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে,যার মধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় গত বছর ছিলো ৫ হাজার ৩ শ হেক্টর সেটা চলতি বছরে ৫ হাজার ১০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এ অঞ্চলে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয় মধ্য এপ্রিলের পর থেকে। যদিও এ সময়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত। এছাড়া এপ্রিলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে রয়েছে অকালবন্যার শঙ্কাও। অন্যান্য বছর বন্যার হাত থেকে ফসল রক্ষায় অধিক শ্রমিক দিয়ে তড়িঘড়ি করেই ধান কাটিয়ে নিলেও এবার সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে চলমান করোনা সংক্রমণের কারনে দেশব্যাপী লকডাউন পরিস্থিতি।শেখর নগর ইউনিয়নের কৃষক বাচ্চু মিয়া বলেন,এই সময়টাতে অন্যান্য জেলা থেকে প্রচুর মৌসুমি শ্রমিক আমাদের এই বিক্র¤পুরে আসেন ধান কাটতে। ব্যাপারী বা ঠিকাদারের মাধ্যমে আনা হয় এসব শ্রমিক। কিন্তু এবার নভেল করোনাভাইরাসের শঙ্কায় ধান কাটতে আসতে পারছেন না তারা।উচ্চমজুরি দিয়েও শ্রমিক মিলছে না।এক দিকে করোনার ভয়, অন্যদিকে ঝড়তুফান আর বন্যায় ফসলহানীর ভয়ে আমার রাতের ঘুম হয়না এখন। ধান কাটার শ্রমিক সংকট নিয়ে জিজ্ঞেস করলে উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায় বলেন,এই সময়টাতে সিরাজদিখানে ধানের জমিনগুলোতে ধান কাটার শ্রমিক অত্যন্ত জরুরি তবে এই আপদকালিন সময়ে শ্রমিক সংকট মেটাতে সরকার থেকে বিভিন্ন উপজেলায় ধান কাটার মেশিন দেওয়ার কথা আছে। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সিরাজদিখান উপজেলায়ও একটা পাবো।তখন একদিনেই আমরা কয়েক হেক্টর জমিনের ধান কেটে ফেলতে পারবো এটা সরকারের একটা উদ্যোগ। এছাড়াও সরকার থেকে আমাদের বলে দিয়েছে যে শ্রমিক সংকট মিটাতে আমাদের এখানে যেসব শ্রমিক উত্তরবঙ্গ থেকে আসে তারা যেন নির্বিঘেœ আসতে পারে তাদের জন্য সে ব্যবস্থা অবশ্যই করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন,মুন্সীগঞ্জের বিক্রমপুর হলো আলুর জন্য সেরা সেজন্য সিরাজদিখান উপজেলার জমিন গুলোতে আলু উত্তলনের পর যাতে জমিনগুলো খালি পরে না থাকে সেদিকে লক্ষ রেখে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকিতে আছি আমরা। এছাড়া সরকারের নির্দেশ মোতাবেক জমিনগুলোতে আলু উত্তলনের পর পরই পাট ভুট্টা আমন ধান আউস ধানের জন্য কিছু কিছু জায়গায় ইরি ধান প্রণোদনা দিচ্ছে সরকার । আশা করি আমাদের এখানেও দেবে অতএব এই করোনা সংক্রমনকালে যাতে কৃষি কার্যক্রম অব্যাহত থাকে সিরাজদিখান থেকে আমরা নিরলস সেটাই করে যাচ্ছি যাতে এই মহামারী সময়টাতে কেউ খাদ্য সংকটে না পরে। উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ বলেন,আমার জানামতে গত বছরের তুলনায় এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে আমাদের উপজেলাতে। এ মৌসুমে প্রত্যেক বছরই এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ধান কাটার জন্য প্রচুর শ্রমিক আসত। প্রাণঘাতি করোনার ভয়ে অনেকেই নাকি আসতে সাহস পাচ্ছেননা এ বছর তাছাড়া লকডাউন চলছে । তবে যেসব শ্রমিক স্বেচ্ছায় আসতে চাচ্ছেন তাদেরকে আনার জন্য এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই জেলা ও উপজেলা প্রশাসনসহ আমরা তাদের সার্বিক সহযোগিতা করে যাব।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

রবিবার ২০শে এপ্রিল, ২০২৫ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2025
M T W T F S S
« Jan    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই শিরোনাম সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা শিরোনাম মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শিরোনাম টঙ্গীবাড়ী আওয়ামীলীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।। দুই কমিটির সভাপতি বারেক মানেন না নতুন কমিটি শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম।
error: Content is protected !!