শনিবার ৫ই এপ্রিল, ২০২৫ ইং , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরী

শ্রীনগরে আর্থিক কষ্টে আছেন মৃৎশিল্পীরা 

নিজস্ব প্রতিবেদক  আলোকিত সংবাদ

 প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ, ১৯ এপ্রিল, ২০২০

ছবি: আলোকিত সংবাদ

আমিনুল ইসলাম,শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে আর্থিক কষ্টে আছেন মৃৎশিল্পীরা। উপজেলার হাঁসাড়া কুমার বাড়ির প্রায় ২০-২৫টি পরিবার এখন অতিকষ্টে দিনাতিপাত করছেন। করোনার প্রভাবে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। মাটির তৈরী সামগ্রী বিক্রি করতে না পেরে হতাশায় আছেন তারা। করোনা ভাইরাসের প্রভাবে ৪২৭ বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পীরা এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। এখন দেশব্যাপী চলছে লকডাউন। এরই মধ্যে সরকারের ঘোষনা অনুযায়ী সাধারণ ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। জনসমাগম এড়াতে বৈশাখীর সমস্ত উৎসব বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকায় কোথায়ও ঐতিহ্যবাহী বৈশাখী মেলা বসেনি। তাই মৃৎশিল্পীরাও বর্তমানে করোনার কারনে তাদের তৈরীকৃত সামগ্রী নিয়ে বিপাকে পড়েছেন। বৈশাখকে ঘিরে তাদের যত স্বপ্ন ছিল তা ফিকে হয়ে গেছে। মাটির তৈরী এতোসব সামগ্রীও নষ্ট হওয়ার পথে। খোজখবর নিয়ে জানাযায় এরমধ্যে কয়েকটি পরিবার তাদের তৈরীকাজ বন্ধ রেখেছেন। এসময় অরুন পাল, মদন পাল, বিনয় পাল, লক্ষণ পাল, সুরন্ড পাল তারা বলেন, করোনার প্রভাবে তাদের সমস্ত তৈরীকৃত মালামাল আটকা পড়েছে। এসব সামগ্রী তারা কোথাও বিক্রি করতে পারছেননা। এছাড়াও চলতি বৈশাখী মেলার জন্য মাটির হরেক রকমের তৈরীকৃত অতিরিক্ত সামগ্রী আটকা পড়েছে। কোথাও মেলা উৎসব না থাকায় কিছুই করতে পারছেননা তারা। তারা এখন দুশ্চিন্তায় ও হতাশায় দিন কাটাচ্ছেন। এছাড়া করোনা রোধে অনেকেই তারা কর্মহারা হয়ে পড়েছেন। এতে করে খাবার সংকটেও পড়েছেন তারা। তারা বলেন, সরকারের পক্ষ থেকে এখানে মাত্র ৩-৪টি পরিবারে খাদ্য সহায়তা করা হয়েছে। ব্যক্তি উদ্যোগেও হয়ত ২-১ জন তা পেয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে তারা হতাশার কথাই জানিয়েছেন। এসময় সময় মিঠুন পাল বলেন, পরিবার গুলো প্রায় ৪২৭ বছর যাবত এই পেশায় আছেন। কয়েক পুরুষের পেশা তারা ধারাবাহিকতা বজায় রাখছেন। তার পরিবারের সব সদস্যই মৃৎশিল্পী। দৈনিক ৩০০-৪০০টি করে মাটির বিভিন্ন রকমের সামগ্রী তৈরী করেন তার পরিবার। কেউ অন্য কোনও কাজ করেননা। তাই ঘরে তার অনেক মালামাল জমা হয়ে গেছে। হাট বাজার বন্ধ, বৈশাখী উৎসব ও মেলা কোথাও নেই। আমরা এখন কি করবো? দেশের এই ক্রান্তিকালে সরকার আমাদের দিকে যদি একটু সুদৃষ্টি দিতেন তাহলে এই পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে কোনরকমে বেচে থাকা যেত! এছাড়াও উপজেলার ষোলঘর পালবাড়ি, তন্তর কুমার পাড়া ও বাঘড়ায়ও কুমার বাড়ি নামে বেশ কিছু মৃৎশিল্পী আছেন। করোনার প্রভাবে সবাই এখন কর্মহারা হয়ে পড়েছেন। করোনার প্রভাবে কর্মহীন মৃৎশিল্পীরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।

আলোকিত সংবাদ/এমআরকে

বাংলাদেশে কোরোনা

সর্বশেষ (গত ২৪ ঘন্টার রিপোর্ট)
আক্রান্ত
মৃত্যু
সুস্থ
পরীক্ষা
সর্বমোট

বিশ্বজুড়ে করোনাভাইরাস

বাংলাদেশে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু

বিশ্বে

আক্রান্ত
সুস্থ
মৃত্যু
Exim Bank

নামাজের সময়সূচি

শনিবার ৫ই এপ্রিল, ২০২৫ ইং
ফজর ৪:২৬
জোহর ১১:৫৬
আসর ৪:৪১
মাগরিব ৬:০৯
ইশা ৭:২০
সূর্যাস্ত : ৬:০৯সূর্যোদয় : ৫:৪৩
DHAKA WEATHER

আর্কাইভ

April 2025
M T W T F S S
« Jan    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

শিরোনাম

শিরোনাম সিরাজদিখানে ডিবি পরিচয়ে দিন-দুপুরে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই শিরোনাম সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা শিরোনাম মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শিরোনাম টঙ্গীবাড়ী আওয়ামীলীগের পাল্টা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।। দুই কমিটির সভাপতি বারেক মানেন না নতুন কমিটি শিরোনাম গজারিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ শিরোনাম বালুচরের নৌকায় ভোট চাইলেন শ্রীনগরের ১৩ চেয়ারম্যান শিরোনাম মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র জমা দিতে দুই উপজেলা নেতাকর্মী নিয়ে মহিউদ্দিন আহমেদের যাত্রা শিরোনাম মাহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস অ্যাওয়ার্ড পেলেন সিরাজদিখানের কৃতিসন্তান (অবঃ) মেজর মোহাম্মাদ আখতার হোসেন শিরোনাম সিরাজদিখানে উঠান বৈঠক অনুষ্ঠিত  শিরোনাম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন সিরাজদিখানের কৃতি সন্তান মোঃ সাইফুল ইসলাম।
error: Content is protected !!