শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমেদ ভুইয়া, আবুল কালাম আজাদ ডালু, উপজেলা আ’লীগের উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহাবুব উল্লাহ্ কিসমত, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, স্বেচ্চাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, কৃষকলীগের সভাপতি হাজী আঃ রহিম, শ্রমীক লীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, লিটন মোল্লা, মোঃ স্বপন ইসলাম, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান সেলিম আহমে, রেজওয়ান ঢালী, আজিজুল হক দুলাল, সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মোঃ রাব্বি প্রমুখ।
Post Views:
৪৫১