চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ২৭ জুলাই, ২০২০
আমিনুল ইসলাম,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পানিতে ডুবে নষ্ট হচ্ছে একটি সরকারি রোলার। রাস্তার সংস্কার কাজে ব্যবহারকৃত (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মুন্সীগঞ্জ, রোড রোলার, জেসব নং-০২, এলজিইডি) রোলারটি প্রায় ৪ মাস যাবত ওই সড়কের ঠিক মাঝখানে বেহাল পরে রয়েছে। দেখার যেন কেউই নেই! অপরদিকে সড়কের মাঝখানে রোলারটি থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির পাশাপাশি মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে শ্রীনগর উপজেলা প্রকৌশলী অফিসকে রোলারটি সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার বলা হলেও কোনও কাজে আসেনি বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে বন্যার পানি বৃদ্ধি পেলে রোলারটিসহ সড়কের প্রায় ৩০ ফুট ডুবে যায়। খোলা আকাশের নিচে সরকারি কোটি টাকার সম্পদ বিলীন হতে যাচ্ছে।সরেজমিনে দেখা যায়, উপজেলার বাড়ৈগাঁও-বিবন্দী সড়কের টুনিয়ামান্দ্রা ও বিবন্দীর গ্রামের সীমানাবর্তী অংশে রাস্তার ঠিক মাঝখানে অযতেœ ও অবহেলায় পানিতে পরে রয়েছে। বন্যার পানি বৃদ্ধির কারণে রোলারের প্রায় অর্ধেকটা ডুবে গেছে। এ সময় রোলারের ইঞ্জিন কাভার খুলে পানিতে পরে থাকতে দেখা গেছে।স্থানীয়রা জানায়, গত ৪ মাস আগে দুই কিলোমিটার রাস্তা পিচ ঢালাইয়ের কাজে রোলারটি আনা হয়েছিল। তার দুইদিন পরেই যান্ত্রিক সমস্যার কারণে রোলারটি বিকল হয়ে পরলে এখানেই ফেলে রাখা হয়। অথচ অন্য রোলার এনে রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হলেও সরকারি রোলারটি এখানেই ফেলে রাখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, স্বদইচ্ছা থাকলে সংশ্লিষ্ট রোলারটি অনেক আগেই সরিয়ে নিতে পারতেন। এখন বন্যার পানিতে ডুবে কোটি টাকার রোলারটি নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আবিদ এন্টারপ্রাইজের কর্ণধার হানিফ বেপারী রাস্তার সংস্কার কাজ করেন। কাজের তদারকির দায়িত্বে ছিলেন সহকারী প্রকৌশলী মো. মমিন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা রোলারটি সরানোর জন্য ঠিকাদারসহ উপজেলা প্রকৌশল অফিসকে একাধিকবার জানিয়েছেন এতে কোনও কাজ হয়নি। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু এ বিষয়ে বলেন, ইউপি চেয়ারম্যান সাহেবসহ আমি সরকারি রোলারটি সরানোর বিষয়ে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের জানিয়েছি। এ ব্যাপারে শ্রীনগর উপজেলা প্রকৌশলী মো. রাজিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজকালের মধ্যেই রোলারটি সরিয়ে নিচ্ছি।
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম