চাঁদে ‘বাড়ি’ বানানোর কাজ কতদূর?
মানুষের মুখে প্রায়ই শোনা যায়, চাঁদ নিয়ে নানা কথা। সত্যিই, ঢাকায় রাস্তায় বসে চাঁদের চিন্তা...
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর, ২০১৯
ছবি: আলোকিত সংবাদ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পিএসসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৯ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সংশ্লিষ্ট কার্যালয়ে এই ফলাফল ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এ বছর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের (পিএসসি) মোট ৪২৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। কৃতকার্য হয় ৪১৯৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৭.৯০ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪৭০ জন। অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংগ্রহন করে মোট ২৩৬ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয় মাত্র ১ জন। পাশের হার ৯৯.১৮ ভাগ। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় এবছর জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৫১৯ জন। কৃতকার্য মোট ৩২৬১ জন। পাশের হার ৭২.১৬ ভাগ। জিপিএ-৫, ১৫ জন। এছাড়া জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা মোট ২৫৪ জন। কৃতকার্য ২৪৯ জন। পাশের হার ৯৮.০৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
আলোকিত সংবাদ/এমআরকে
ফজর | ৪:২৬ |
জোহর | ১১:৫৬ |
আসর | ৪:৪১ |
মাগরিব | ৬:০৯ |
ইশা | ৭:২০ |
শিরোনাম