শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রিকের নানা কর্মসূচি
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ৬ আগস্ট, ২০২১
শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রিকের নানা কর্মসূচি
শ্রীনগর প্রতিনিধি: শ্রীনগরে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ত্রাণ, মাস্ক ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ।
শুক্রবার সকালে উপজেলার দেউলভোগ ডায়মন্ড সিটির কাজী রাজিয়া মঞ্জিলের শ্রীনগর শাঁখা অফিসের আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়। এর আগে অসহায় দুস্থ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।
এসময় সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলার জোনাল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোখলেছুর রহমান।
অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোঃ সোহেল রানা, এসইপি ডেইরি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃশফিকুল ইসলাম,সাংবাদিক আমিনুল ইসলাম মাছুম প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, রিকের সারা দেশের আরও ২৫৪টি ব্রাঞ্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ ধরনের কর্মসূচী পালন করা হচ্ছে।