শ্রীনগরে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাবার বিতরণ
প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, ৬ আগস্ট, ২০২১
শ্রীনগরে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাবার বিতরণ
মোঃ মাছুম,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও খাবার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের উদ্যোগে উপজেলার ডাকবাংলো প্রঙ্গণে উক্ত কর্মসূচি পালিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রায় ৪ শতাধিক অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকতের সভাপতিত্বে ও শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আথলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আথলীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, আথলীগ নেতা আজিজুল হক দুলাল, আক্তার হোসেন মিন্টু, সাব্বির শেখ, রায়হান আহমেদ মিথুন, সোনা মিয়া, ইউনুছ মৃধা, আলী নুর, অনিল আহমেদ জয়, মোহাম্মদ আলী কেলে, টিংকু, পলাশ, সাদ্দাম হোসেন, মাহবুব আলম, রাতুল, অন্তর দেব, সুজন, ওহাব, ইভানসহ অনেকে।