শ্রীনগর প্রতিবেদকঃ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মত্তগ্রাম মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আকবর সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন জুয়েলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন, মোঃ নাজির হোসেন, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার,উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গির আলম জিকু, মোঃ আব্দুর রউফ, মোঃ ইব্রাহীম, মোঃ সাব্বির পাঠান, মোঃ মিথুন, আলাউদ্দিন সিকদার সুমন, মোঃ সাব্বির শেখ,মোঃ হাবিবুর রহমান উজ্জল, জসিম রহমান, সোহেল রাজ, ছাত্রলীগ নেতা মোঃ রাব্বি প্রমুখ।
Post Views:
৪৯১