শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠান কে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার ভাগ্যকুল বালাশুর চৌরাস্তায় অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা শাখা। অভিযানে বিসমিল্লাহ্ ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৩ হাজার টাকা,এস.এফ.সি চাইনিজ কে নোংরা পরিবেশের কারনে ১হাজার টাকা ও এসো কিছু খাই কে নোংরা পরিবেশে খাবার তৈরীর অপরাধে ৩ হাজার টাকা করে সর্বমোট ৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল-আজাদ, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নাসরীন সুলতানা মিলি। আইনশৃঙ্খলায় সহযোগিতা করেছে শ্রীনগর থানা পুলিশ।
Post Views:
৬১৬